পুরুলিয়া জায়গাটার মধ্যেই না জানি কি আছে। শীত,গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় হোক না কেন, পুরুলিয়ার সৌন্দর্য্য নামিদামি জায়গাকেও পিছনে ফেলে। পুরুলিয়া নামটা আসলেই প্রথম মাথায় কি আসে বলুন তো? হম্ জানি জানি। পলাশ ফুল, তাই না? অথবা লাল মাটি,অথবা চরিদা গ্রাম,অথবা অযোধ্যা পাহাড়। পুরুলিয়া …
Muruguma Dam – পুরুলিয়া
